ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪
যুক্তরাষ্ট্রের মিসৌরিতে কারফিউ ছবি: সংগৃহীত

ঢাকা: বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের সেন্ট লুই শহরতলীতে কারফিউ জারি করা হয়েছে।

শনিবার রাতে ফার্গুসনে রাজ্যের গভর্নর জে নিক্সন এ কারফিউ জারির ঘোষণা দেন।



স্থানীয় সময় মধ্যরাত থেকে ৫টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকতে পারে বলে তিনি জানান।  

এর আগে ৯ আগস্ট ডাকাত সন্দেহে  মাইকেল ব্রাউন (১৮) নামে এক কৃষ্ণাঙ্গ তরুণ পুলিশের গুলিতে নিহত হয়।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। এ নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংস ঘটনা ঘটে।

গভর্নর নিক্সন বলেন, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছে না। তাদের জন্য কমিউনিটিতে অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যায় না।
 
তিনি বলেন, কমিউনিটিতে শান্তি বজায় রাখতে হবে। আমরা কারও অসদয়তাকে সমর্থন করতে পারি না।

এদিকে শুক্রবার একটি ফুটেজ প্রকাশ করে স্থানীয় পুলিশ। এতে দেখা যায়, ব্রাউন মালিককে ভয় দেখিয়ে সেখানে একটি দোকানের মালামাল লুট করছেন।

তবে মাইকেল ব্রাউনের পরিবারের দাবি পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।