ঢাকা: চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরের রাজধানী দিলির অদূরে পৃথক সময়ে দু’টি মাঝারি পাল্লার ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) উদ্ধৃতি দিয়ে চীনা সংবাদ মাধ্যমগুলো জানায়, রোববার সকাল ৬টা ৭ মিনিটে সিচুয়ানের শিলোডুর ২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পার্শ্ববর্তী ইয়ুনান প্রদেশের ঝ্যাংটংয়ের ৯৬ কিলোমিটার দূরে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।
ইয়ুনানেই দু’সপ্তাহ আগে এক শক্তিশালী ভূমিকম্পে ছয় শতাধিক লোকের প্রাণহানি ও তিন হাজার লোকের আহত হওয়ার ঘটনা ঘটেছিল।
তবে, রোববারের ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
এরপর ইউএসজিএস জানায়, সকালেই পূর্ব তিমুরের রাজধানী দিলির ১০৩ মাইল উত্তরে বান্দে সি অঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
এই ভূমিকম্পটির পরও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪