ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে চলমান গুরুত্বপূর্ণ দশ ঘটনাপ্রবাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
বিশ্বে চলমান গুরুত্বপূর্ণ দশ ঘটনাপ্রবাহ

বৈচিত্র্যময় বিশ্বে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। এগুলোর কোনটি আমাদের নাড়া দেয় আবার কোনটি দেয় না।

সোমবারের পৃথিবীতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ দশটি ঘটনা নিয়ে অবলম্বনে আমাদের এই আয়োজন।

১. শেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার জের ধরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিসোরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে প্রশাসন। রোববার ময়নাতদন্তে রিপোর্টে ধরা পড়ে নিরস্ত্র কিশোরকে ছয়বার গুলি করে হত্যা করা হয়। এরপর অবস্থা আরো বেগতিক হয়ে পড়ে। অবশেষে সোমবার সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন।

২. আইএস জঙ্গিদের কবল থেকে মসুল দখল পুন:দখল করেছে কুর্দি যোদ্ধারা। তাদের সহায়তা করেছে মার্কিন বাহিনী।

৩. রোববার ইন্দোনেশিয়ায় নৌকাডুবির পর দেশী-বিদেশী মোট ৩০ জনের বেশি পর্যটক নিখোঁজ হন। সোমবার কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। জীবিত কয়েকজন জানান, তারা বাচাঁর জন্য ছয়ঘণ্টা সাঁতার কাটেন। এই ঘটনায় আরো ২৫ জন নিখোঁজ আছেন।

৪. ইংল্যান্ডের একটি জাহাজের কন্টেইনার থেকে শিশুসহ ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। আফগানিস্তান থেকে আগত জাহাজটি সম্পর্কে এখন তদন্ত হচ্ছে।

৫. স্কটল্যান্ড স্বাধীন হবে কি হবে না এই ইস্যুতে দেশটিতে গণভোট হতে যাচ্ছে। ঠিক একমাস পর এই গণভোট ভোট দিবেন ১৬ বছরের উর্ধ্বে সব স্কটল্যান্ডবাসী।

৬. পূর্ব ইউক্রেনের সঙ্কট দূরীকরণে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বার্লিনে ইউক্রেনিয়ান, রাশিয়ান ও ফেঞ্চ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন।

৭. যদি যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়ে তবে আয়ারল্যান্ডে ব্যবসাপাতি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো।

৮. গত ২৯ জুলাই থেকে বিল গেটস ‘আইস বাকেট চ্যালেঞ্জ’ নামে যে মিশন শুরু করেছিল তাতে এখন পর্যন্ত জমা পড়েছে ১৩ মিলিয়ন মার্কিন ডলার। লাই ঘেরিক নামে একটি ভয়াবহ রোগের বিষয়ে সচেতনতা ও চিকিৎসার জন্য এই অর্থ তোলা হচ্ছে।

৯. দাম বৃদ্ধিতে কারসাজি করার জন্য চীনা গাড়িনির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জকে দোষী সাব্যস্ত করা হয়েছে। শিনহুয়ার প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে।

১০ দুই সপ্তাহের ছুটি কাটাতে গিয়ে মাত্র কয়েকদিনের মাথায় হোয়াইট হাউসে ফিরে এলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সংবাদ সংস্থাগুলো এ ঘটনাকে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।