ঢাকা: চীনের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মাটির নীচে অন্তত ২৯ জন শ্রমিক আটকা পড়েছে।
মঙ্গলবার সকালে পূর্ব চীনের আনহু প্রদেশের হুনান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, কয়লা খনিটি বেসরকারিভাবে পরিচালিত হতো। দুর্ঘটনার পর ৩০ জন উদ্ধারকর্মী সেখানে কাজ করছেন।
গত জুনে সরকার এ খনি বন্ধের নির্দেশ দিয়েছিলো। তবে সরকারি নির্দেশ অমান্য করে কয়লা উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছিলো খনি কর্তৃপক্ষ।
সারা দুনিয়ায় সবচেয়ে বেশি খনি দুর্ঘটনা ঘটে চীনে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪