ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজা-ইসরায়েল যুদ্ধবিরতি আরও একদিন বাড়লো

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
গাজা-ইসরায়েল যুদ্ধবিরতি আরও একদিন বাড়লো

ঢাকা: মিসরের কায়রোতে চলমান শান্তি আলোচনার ধারাবাহিকতায় গাজা-ইসরায়েল যুদ্ধবিরতি আরও একদিন (২৪ ঘণ্টা) বাড়ানো হয়েছে।

মঙ্গলবার ইসরায়েল-ফিলিস্তিন উভয়পক্ষের কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



চুক্তি অনুযায়ী ২৪ ঘণ্টার এ নতুন যুদ্ধবিরতি স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে শেষ হবে।

যদিও ফিলিস্তিন কর্মকর্তারা জানিয়েছেন, একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা চলছে। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো উন্নতি নেই।
   
তারা আরও জানান, গত ৮ জুলাই থেকে শুরু হওয়া এ সংঘর্ষে দুই হাজার ১৬ জন ফিলিস্তিনি এবং ৬৬ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।