ঢাকা: শেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার জের ধরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহর।
স্থানীয় সময় সোমবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা নতুন করে উত্তেজনার সূত্রপাত করলে সারারাত ধরে তারা কাঁদানে গ্যাস ছোড়েন। এছাড়াও ৩১জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র পুলিশ।
ফার্গুসন শহরের নিরাপত্তা প্রধান ক্যাপ্টেন রন জনসন বলেন, বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে বোতল ও পাথর ছুড়লে তারা এ ব্যবস্থা নেন।
এর আগে বিক্ষোভ দমনে ফার্গুসনে দেশটির সশস্ত্র বাহিনীর রিজার্ভড ফোর্স ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়। রোববার দ্বিতীয় রাতের মতো জারি হওয়া কারফিউতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর গভর্নর এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে দাবি করে রাজ্য সরকার।
গত ৯ আগস্ট এক শেতাঙ্গ পুলিশ সদস্যের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন (১৮) নিহত হন। কৃষ্ণাঙ্গদের দাবি, ব্রাউনকে নিরস্ত্র অবস্থায় বিনা বিচারে হত্যা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪