ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ ছবি: সংগৃহীত

ঢাকা: অর্থনৈতিক নানা বিষয়ে বিরোধের জের ধরে অবশেষে পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস।

সোমবার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের কাছে ম্যানুয়েল ভলস তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।



কিন্তু ওলাদ তাকে নতুন মন্ত্রীসভা গঠনের জন্য পরামর্শ দিয়েছেন।

অর্থনৈতিক নীতি নিয়ে মন্ত্রিসভার মধ্যে মতবিরোধের জের ধরে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে পদত্যাগ পত্র জামা দিয়েছন এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এরআগে দেশটির অর্থমন্ত্রী আরনাউড মন্টেবুর্গ মন্দা ঠেকাতে সরকারের মিতব্যয়িতা নীতির কঠোর সমালোচনা করেন। এর পরপরই প্রধানমন্ত্রী মন্ত্রিসভা ভেঙে দিতে মনস্থির করেন।

ম্যানুয়েল ভলসের পদত্যাগের পর প্রসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।