ঢাকা: যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপত্র জানান, ইসরায়েলের ব্রিশেবা এলাকায় পর পর তিনটি রকেট হামলা চালানো হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর মুখপত্র মার্ক রিজেভ গণমাধ্যমকে জানান, গাজা থেকে ইসরায়েলের একটি কবরের কাছে এই হামলা চালানো হয়েছে এবং এটি যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন।
এই হামলার অভিযোগ এমন একটি সময়ে আসলো যখন মিসরের কায়রোতে চলমান শান্তি আলোচনার ধারাবাহিকতায় গাজা-ইসরায়েল যুদ্ধবিরতি আরও একদিন (২৪ ঘণ্টা) বাড়ানো হয়েছে।
চুক্তি অনুযায়ী ২৪ ঘণ্টার এ নতুন যুদ্ধবিরতি স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে শেষ হবে।
যদিও ফিলিস্তিন কর্মকর্তারা জানিয়েছেন, একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা চলছে। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো উন্নতি নেই।
তারা আরও জানান, গত ৮ জুলাই থেকে শুরু হওয়া এ সংঘর্ষে দুই হাজার ১৬ জন ফিলিস্তিনি এবং ৬৬ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪