ঢাকা: ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ (পিটিআই) তাদের আজাদী লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে ‘রেড জোন’ ভেঙে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রবেশ করেছে।
মঙ্গলবার রাতে পিটিআই ও কিছু সহযোগী সংগঠন রাজধানী শহরে প্রবেশ করে তাদের অবস্থান কর্মসূচি পালন শুরু করে।
এ দিকে লং মার্চকে ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। রেড জোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবন ছাড়াও পশ্চিমা বিভিন্ন দূতাবাস রয়েছে।
ইসলামাবাদে প্রবেশ করেই তেহরিক ই ইনসাফ প্রধান ইমরান খান দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, আমি রয়েছি, আমাকে আপনারা অনুসরণ করুন। সঙ্গে থাকুন। এই কর্মসূচি তবে সফল হবেই।
লং মার্চে অংশগ্রহণকারীদের দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে হটাতে চাপ বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে তারা রাজধানী শহরে অবস্থান নিয়েছেন।
অবস্থান কর্মসূচির পাশাপাশি তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৪২টি আসনের মধ্যে পিটিআই’র আসন ৩৪টি। দলটি পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম বিরোধীদল।
বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪/ আপডেট ০১৪৬