ঢাকা: জাপানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন।
দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, প্রাথমিকভাবে প্রাণহানির সংখ্যা ৪ জন বলা হলেও দ্রুত তা বৃদ্ধি পায়। নিখোঁজের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বলেন, উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে তা পুরোদমে সম্ভব হয়নি।
এদিকে, ভূমিধসের ফলে অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়েছে। সেখানে অনেক মানুষ আটকা পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ভূমিধস এলাকায় আরো বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ফের ভূমিধসের আশঙ্কায় বাসিন্দাদের সর্তক থাকতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪