ঢাকা: যুদ্ধবিরতি শেষে গাজায় একটি শিশু ও নারীসহ আরও ৯ ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের চলমান হামলায় তারা নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
হামলায় নিহত ওই শিশু ও নারী বিশিষ্ট সামরিক কামান্ডার মোহাম্মদ দেইফের স্ত্রী ও সন্তান বলে জানিয়েছেন সংবাদমাধ্যম।
এদিকে, মঙ্গলবার গাজা থেকে ৫০টি রকেট নিক্ষেপ করার হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
এর আগে যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলের ব্রিশেবা এলাকায় পর পর তিনটি রকেট হামলা চালানো হয় বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন।
গত ৮ জুলাই থেকে শুরু হওয়া এ সংঘর্ষে এখন পর্যন্ত দুই হাজারের বেশি ফিলিস্তিনি এবং ৬৬ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪