ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও ‘সত্য’ বললো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও ‘সত্য’ বললো যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলার জবাবে দেশটির এক সাংবাদিকের শিরশ্ছেদ করে ইরাকের ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গ্রুপের প্রকাশ করা ভিডিওটি ‘সত্য’ বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। জেমস ফলি নামে ওই সাংবাদিককে হত্যার পর সম্প্রতি ভিডিওটি প্রকাশ করা হয়।



বুধবার সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, এতোদিন ভিডিওটির সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের সন্দেহ থাকলেও বুধবার তা ‘সত্য’ বলেই নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিওটি সত্য হলে পরবর্তী ‘পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল যুক্তরাষ্ট্র।

সংবাদ মাধ্যমগুলো জানায়, সাংবাদিক ফলি ২০১২ সালের ২২ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

ইরাকে আইএস’র ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিবাদে জঙ্গি গ্রুপটি সম্প্রতি তার শিরশ্ছেদ করেছে বলে প্রকাশিত ভিডিওতে বলা হয়।

ঘটনার পর ফলির মা ডেনি নিজেকে ছেলের জন্য গর্বিত দাবি করে বলেন, বিশ্ববাসীর কাছে সিরিয়ার মানুষজনের দুঃখ তুলে ধরতে আমার ছেলে জীবন দিয়েছে।

অনলাইনে আইএস’র ছড়িয়ে দেওয়া পাঁচ মিনিটের ওই ভিডিওতে বলা হয়, আইএস নির্মূলে মার্কিন বিমান হামলা চালানোর জন্য ওবামার দেওয়া ঘোষণার পরই ওই সাংবাদিকের শিরশ্ছেদ করা হয়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।