ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে কারখানায় অগ্নিকাণ্ডে ৪ শ্রমিকের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
তামিলনাড়ুতে কারখানায় অগ্নিকাণ্ডে ৪ শ্রমিকের প্রাণহানি

ঢাকা: ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ুতে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে ৪ শ্রমিকের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।



বুধবার দিনগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ‍এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

অগ্নি নির্বাপন ও উদ্ধার বিভাগের সহকারী পরিচালক বিজয় শেখর জানান, আগুন লাগার দশ মিনিটের মাথায় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হন। তবে যেখানে শ্রমিকরা আটকা পড়েছিলেন সেখানে পৌঁছতে দেরি হওয়ায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর প্রায় এক কিলোমিটার দূর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে বলে জানান তিনি।

আগুন নিয়ন্ত্রণে ১৭টি অগ্নি নির্বাপক গাড়ি ও চারটি পানির ট্যাঙ্ক কাজ করেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।