ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় তিন শীর্ষ হামাস নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
ইসরায়েলি হামলায় তিন শীর্ষ হামাস নেতা নিহত

ঢাকা: গাজায় ইসরায়েলের বিমান হামলায় তিন শীর্ষ হামাস নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস। কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।



নিহত তিন হামাস নেতা হলেন-মোহাম্মদ আবু শামালা, মোহাম্মদ বারহুম এবং রায়েদ আল-আত্তার।

এ বিষয়ে হামাস জানায়, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলের চালানো বিমান হামলায় ওই তিন শীর্ষ হামাস নেতা নিহত হয়েছেন।

এদিকে, হামলায় আরো অন্তত ৬ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন বলে দেশটির উদ্ধার অভিযান বিভাগ জানিয়েছে।

এর আগে মঙ্গলবার হামলায় সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের স্ত্রী ও সন্তান নিহত হন বলে জানিয়েছিল সংবাদমাধ্যম।

গত ৮ জুলাই থেকে শুরু হওয়া এ সংঘর্ষে এখন পর্যন্ত দুই হাজার ১০৩ জন ফিলিস্তিনি এবং ৬৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।