ঢাকা: লিবিয়া থেকে ছেড়ে আসা এবং লিবিয়াগামী সকল উড়োজাহাজ ফ্লাইট বাতিল করেছে তিউনিশিয়া ও মিশর।
তিনটি দেশেরই সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
তিউনিশিয়ার এভিয়েশন কর্মকর্তারা এ ব্যাপারে বিস্তারিত কিছু না বললেও নিরাপত্তার কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মিশরীয় বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ধারণা করছে, সোমবার রাজধানী ত্রিপোলিতে দু’টি মিলিশিয়া গ্রুপের লড়াইয়ের সময় কয়েকটি যুদ্ধবিমান একটি গ্রুপকে লক্ষ্য করে হামলা চালায়। তবে ওই যুদ্ধবিমানগুলো কাদের তা শনাক্ত করা যায়নি। লিবিয়ার আকাশে যুদ্ধবিমানের তৎপরতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তবে, পশ্চিমা দেশগুলো বা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এ ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে তা জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪