ঢাকা: লাইবেরিয়ায় প্রাণঘাতী ভাইরাস ইবোলায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের দুই স্বেচ্ছাসেবী চিকিৎসক সুস্থ হয়েছেন, এমনকি তারা হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর নিশ্চিত করে।
সুস্থতা লাভের পর বৃহস্পতিবার আটলান্টার ইমোরি ইউনিভার্সিটি হসপিটালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দুই চিকিৎসক ৩৩ বছর বয়সী ডা. কেন্ট ব্র্যান্টলি ও ৫৯ বছর বয়সী ডা. ন্যান্সি রিটেবল।
আরোগ্য কামনায় প্রার্থনারত শুভানুধ্যায়ী ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে কেন্ট ও ন্যান্সি বলেন, মানুষ চেষ্টা করলে কোনো রোগের প্রতিকারই অসম্ভব নয়।
লাইবেরিয়ায় স্বেচ্ছাসেবা প্রদানকালে ইবোলা আক্রান্ত হলে কেন্ট ও ন্যান্সিকে দু’ সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেন্ট বলেন, ‘আজ একটি অলৌকিক দিন। আমি বেঁচে আছি এটা ভাবতেই আমি শিহরন অনুভব করছি। একজন স্বাস্থ্য স্বেচ্ছাসেবী হিসেবেও আমি আমাকে এখনকার অবস্থানে দেখাটা বিশ্বাস করতে পারছি না। ’
কেন্ট ও ন্যান্সির চিকিৎসক ডা. ব্রুস রিবনার জানান, কেন্ট ও ন্যান্সি এখন কোনো শঙ্কা ছাড়াই তাদের পরিবার, স্বজন ও জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন।
প্রাণঘাতী ভাইরাস ইবোলায় আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকাজুড়ে ১৩ শতাধিক লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগেরই মৃত্যু হয়েছে লাইবেরিয়ায়।
** দ. আফ্রিকায় গিনিয়ান-লাইবেরিয়ানদের প্রবেশ নিষেধ
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪