ঢাকা: প্রাণঘাতী ভাইরাস ইবোলা ঠেকাতে পশ্চিম আফ্রিকার দেশ গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনের অধিবাসীদের দক্ষিণ আফ্রিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে সেসব দেশে অবস্থানরত দক্ষিণ আফ্রিকার নাগরিকরা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।
দক্ষিণ আফ্রিকান সরকারের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, দক্ষিণ আফ্রিকার নাগরিকরা ইবোলা ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে ফিরে আসতে পারবেন, তবে প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কিন্তু দেশ তিনটির নাগরিকরা দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করতে পারবেন না।
প্রাণঘাতী ভাইরাস ইবোলায় আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকাজুড়ে চলতি বছর ১৩ শতাধিক লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগেরই মৃত্যু হয়েছে লাইবেরিয়ায়।
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪