ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪
জাপানে ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দ্বিগুণ ছবি: সংগৃহীত

ঢাকা: জাপানের পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



অব্যাহত বৃষ্টিপাতে ভূমিধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন শঙ্কায় ওই এলাকার চার হাজার বাসিন্দাকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে।

শনিবার বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর। এতে জাপানের দক্ষিণাঞ্চলও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এখন পর্যন্ত ৫২ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ৩৯ জনের প্রাণহানির খবর জানায় সংবাদমাধ্যম।

হিরোশিমার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এক হাজার ১৮ জনকে ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ ৬৪ হাজার ১০৮ জন মানুষ।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।