ঢাকা: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একটি সোনার খনি ধসে পড়ে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ডজনখানে শ্রমিক।
স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘সেলেকার’ একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শুক্রবার জানায়, দেশটির ব্যাম্বারি শহরের ৬০ কিলোমিটার উত্তরে দাসিমা এলাকার ওই সোনার খনিতে এ দুর্ঘটনা ঘটে।
কানাডার অ্যাক্সমিন কোম্পানি পরিচালিত ওই খনিটি প্রায় এক বছর ধরে সেলেকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে বা সর্বশেষ পরিস্থিতি কী এ ব্যাপারে কিছু জানাননি ওই মুখপাত্র।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪