ঢাকা: ইরাকের উত্তরাঞ্চল ও সিরিয়ার কিছু অংশে ত্রাসের রাজত্ব কায়েম করা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গ্রুপকে দমাতে সিরিয়ার সরকারের সঙ্গে কাজ করতে পশ্চিমাদের পরামর্শ দিয়েছেন ব্রিটিশ রাজকীয় সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল লর্ড রিচার্ড ড্যানেটে।
ড্যানেটের মতে, আইএসকে দমনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহযোগিতা করা ছাড়া পশ্চিমাদের এখন আর কোনো বিকল্প নেই।
যে পশ্চিমারা কয়েক মাস আগেও বাশারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের দিকে যাচ্ছিল, সেই পশ্চিমাদেরই এ ধরনের পরামর্শ অনেক ভেবেচিন্তে দিলেন ব্রিটিশ সাবেক সেনাপ্রধান।
ড্যানেটের এ মন্তব্যের আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসেও বলেন, আইএসকে হারাতে সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালানো জরুরি।
এ বক্তব্যের রেশ ধরে ড্যানেট বলেন, ইসলামী জঙ্গিদের দমনে সিরিয়ার ভেতরে হামলা চালাতে বাশার সরকারের অনুমতি নিতে হবে আমাদের।
বিবিসি রেডিওর এক অনুষ্ঠানে ড্যানেট বলেন, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আগেই আইএসকে প্রতিরোধ ও পরাজিত করতে হবে।
আইএস ও বাশারের সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক এখন ‘আমার শত্রুর শত্রু আমার বন্ধু’ কথার মতো উল্লেখ করে ড্যানেট বলেন, শত্রুর শত্রুর সঙ্গে হাত মিলিয়ে শত্রুকে দমাতে হবে আমাদের।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪