ঢাকা: ইরাকের পূর্বাঞ্চলের দিয়ালা প্রদেশে একটি মসজিদে সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত ৭৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক লোক।
স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শুক্রবার দিয়ালা প্রদেশের বাকুবা শহরের একটি এলাকায় সুন্নি সম্প্রদায়ের ওই মসজিদে হামলা চালায় শিয়াপন্থি জঙ্গিরা।
বার্তা সংস্থা আল জাজিরার স্থানীয় প্রতিনিধি জানে আরাফ জানান, সম্প্রতি একটি অনুষ্ঠানে বোমা হামলায় কয়েকজন শিয়াপন্থি মারা যাওয়ার জবাবে এ হামলা চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি।
তবে, সাম্প্রদায়িক সংঘাতে নিঃশেষ হতে থাকা দেশটিতে মসজিদে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ধর্মীয় নেতারা।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪