মুম্বাই: অস্কারজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিয়নেয়ারের ভারতীয় শিশু অভিনেত্রী রুবিনা আলির বাড়ি অগ্নিকাণ্ডে ঘটনায় পুড়ে গেছে। এতে তার অস্কারের পুরস্কার, সুভ্যেনিরসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছাই হয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রা রেলস্টেশনের পাশে গরিব নগর বস্তিতে শুক্রবার রাতে আগুন লাগার সময় রুবিনা তার বাসাতেই ছিল। এতে কেউ মারা যায়নি, তবে ২১ জন আহত হয়েছে। ৪০০ ঘরবাড়ি পুড়ে প্রায় দুই হাজার মানুষের স্রেফ আকাশের এসে নিচে দাঁড়িয়েছে।
রুবিনার বাবা জানিয়েছে, আগুন লাগলে তিনি ও তার পরিবার বাসা থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তারা এসময় টেলিভিশন দেখছিলেন। রফিক আলি বলেন, ‘আমরা যা পেরেছি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি। আগুন এতো দ্রুত ছড়াচ্ছিল যে আমরা আর ফিরে যেতে পারিনি। ’
রুবিনা এনডিটিভিকে জানিয়েছে, স্লামডগ মিলিয়নেয়ারের সফলতার পর পাওয়া তার সব পুরস্কার, সংবাদপত্রের কাটিং ও ছবি সে ওই আগুনের মধ্যে খুইয়েছে। সে বলে, ‘সব পুড়ে গেছে। এমনকি আমার ভাল জামাকাপড়ও। ’
তবে রুবিনা জানায়, ওই চলচ্চিত্রের পরিচালক ড্যানি বয়েলের দেওয়া একটি অ্যাপার্টমেন্টে তাদের ওঠার কথা থাকলেও, এখনো তা হয়নি।
সিনেমায় অভিনয়ের সময় রুবিনার বয়স ছিল আট বছর। বস্তি থেকে অস্কার পুরস্কার পর্যন্ত তার উত্থান আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১১