ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাহোরে নওয়াজের সঙ্গে জারদারির সাক্ষাত

আন্ডর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪
লাহোরে নওয়াজের সঙ্গে জারদারির সাক্ষাত ছবি: সংগৃহীত

ঢাকা: পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাত করেছেন সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি।

শনিবার হেলিকপ্টারযোগে করাচি থেকে লাহোরে নওয়াজের বাসভবন রাইবিন্দ প্যালেসে পৌছান সাবেক প্রেসিডেন্ট জারদারি।

এদিন নওয়াজের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন জারদারি। ডন অনলাইন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।   

সাক্ষাতে দু’জন পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিয়ে আলোচনা করেছেন বলে ধারণা করা হয়। এছাড়া পাকিস্তান তেহরিক-ই-ইসলাম (পিটিআই) পরিচালিত বিক্ষোভ ও পাকিস্তান আওয়ামি তেহরিক (পিএটি) বিষয়ে কথা বলতে পারেন তারা।

খবর বলছে, লাহোর সফরকালে জামাত-ই-ইসলামির আমির সিরাজুল হকের সঙ্গে জারদারির সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।