ঢাকা: চারদিকে বইছে আইস বাকেট চ্যালেঞ্জ ঝড়। রাজনীতিক, তারকা, কোটিপতি, প্রযুক্তিবিদ, আমলা, কূটনীতিক, খেলোয়াড় কেউই বাদ যাচ্ছেন বালতি দিয়ে মাথায় পানি ঢালার অভিনব এই খেলায়।
বৃহস্পতিবার আরেক রিপাবলিকান পল রায়ান রমনির মাথায় পানি ঢেলে দেন। মুচকি হেসে তখন তিনি বলে উঠেন, ‘দিস ইজ কোল্ড’ (খুব ঠান্ডা)।
নিয়ম হচ্ছে, একটি বালতির মধ্যে ছোট ছোট বরফের টুকরো থাকবে। পুরো পানি এক নিমেষে শরীরে ঢেলে দিতে নেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন কেউ। যাকে চ্যালেঞ্জ করবেন তাকে নিতেই হবে। না হলে ২৪ ঘন্টার মধ্যে গুনে গুনে ১০০ ডলার দান করতে হবে এ এল এস অ্যাসোসিয়েশনকে।
একজন নিজের মাথায় ঢালার পর আবার অন্যজনকে এই চ্যালেঞ্জ ফরোয়ার্ড করবেন। কেউ চ্যালেঞ্জ নিতে না পারলে তাকে তহবিল ১০০ মার্কিন ডলার দান করতে হবে। পারলেও গুণতে হবে ১০ ডলার।
স্নায়ু রোগে আক্রান্তদের জন্য তহবিল গড়ার জন্য এই খেলাটি প্রথম শুরু করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসবল খেলোয়াড় ও এএলএস রোগী পিট ফ্রেটস। এএলএস পুরো কথাটি হলো অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস। এ হল এমন একটি রোগ যাতে স্নায়ুকোষ, মস্তিষ্ক ও মেরুদণ্ড আক্রান্ত হয়। বিশ্বজুড়ে প্রতি ১ লক্ষে ২ জন মানুষ বিরল এই রোগে আক্রান্ত হয়। তাদের চিকিৎসার স্বার্থেই আইস বাকেট চ্যালেঞ্জ।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪