ঢাকা: নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি প্রশিক্ষণ স্কুলে সশস্ত্র সন্ত্রাসী হামলার পর থেকে ৩৫ পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই পুলিশ সদস্যদের জিম্মি করে অথবা হত্যা করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
স্থানীয় সময় শনিবার বিকেলে এ হামলা চালানো হয় বলে রোববার জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
দেশটির পুলিশ বাহিনীর উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, বোর্নো অঙ্গরাজ্যের গৌজার প্রশিক্ষণ স্কুলটিতে তৃতীয়বারের মতো এ হামলা চালালো সন্ত্রাসীরা। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্ধারে জরুরি তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ।
এ হামলার দায় কেউ স্বীকার না করলেও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বোকো হারামকেই এজন্য সন্দেহ করা হচ্ছে।
এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সকল স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন দেশটির পুলিশের মহাপরিদর্শক সুলেইমান আব্বা।
নিখোঁজ পুলিশ সদস্যদের ভাগ্যে কী ঘটেছে তা জানা না গেলেও পুরোপুরি হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। একইসঙ্গে বোকো হারামসহ এ ধরনের হামলা চালানো জঙ্গি সংগঠনগুলোকে দমনে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে।
বাংলাদেশ সময: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪