ঢাকা: রাজধানী বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে সংঘটিত নাশকতার দায়ে অভিযুক্ত আট উরঘুই মুসলিমের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীনা কর্তৃপক্ষ।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশের বাসিন্দা এবং জাতিগত ভাবে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের।
রোববার তাদের মৃতদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা শিনহুয়া।
গত বছরের অক্টোবরে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে হামলা চালিয়ে ৫ জনকে হত্যার ঘটনায় তাদের এই দণ্ড প্রদান করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা এই ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নকারী বলে দাবি চীনা কর্তৃপক্ষের।
পূর্ব তুর্কিস্তান হিসেবে পরিচিত শিনজিয়াংয়ের সংখ্যালঘু মুসলিম উরঘুইরা একটি পৃথক স্বাধীন রাষ্ট্রের জন্য চীনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে আসছে।
উইঘুরের স্বাধীনতাকামীদের দমনে চীনা সরকারের কঠোর দমন নীতির কারণে ওই এলাকায় সরকার বিরোধী অসন্তোষ বর্তমানে চরম আকার ধারণ করেছে।
সম্প্রতি উরঘুইদের রমজানে রোজা রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছিলো চীন।
উরঘুইরা জাতিগতভাবে তার্কিক বংশোদ্ভূত। তাদের ভাষা ও সংস্কৃতিও চীনাদের থেকে ভিন্ন। শুরু থেকেই তিয়ানআনমেন স্কয়ারে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য উরঘুইদের দায়ী করে আসছে চীনা কর্তৃপক্ষ।
গত দুই বছরে শিনজিয়াংয়ে সহিংসতায় একশ’রও বেশি মানুষ নিহত হয়েছেন। চলতি মাসেও ২৫ জন উরঘুইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় সেদেশের আদালত।
এদিকে চীনে নতুন করে আটজনের মৃত্যুদণ্ড কার্যকরের খবরে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
চীনা কর্তৃপক্ষ প্রতিবছর মৃত্যুদণ্ড কার্যকরের সঠিক সংখ্যার ব্যাপারে কোনো তথ্য প্রকাশ না করলেও সেখানে প্রতি বছর সহস্রাধিক লোকের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে ২০১২ সালে দেশটিতে আনুমানিক তিনহাজার লোককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়, যা কিনা বাকি বিশ্বের সম্মিলিত সংখ্যার থেকেও বেশি।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪