ঢাকা: ভারত শাসিত কাশ্মীরের পাক-ভারত নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন চার কাশ্মিরী বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা। প্রাণ হারিয়েছেন এক ভারতীয় সেনাও।
গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ১৫০ কিলোমিটার উত্তরে কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতীয় সামরিক মুখপাত্র জানান, শনিবার রাত থেকে ওই স্থানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই চলছে যা এখনও অব্যাহত আছে।
এদিকে রোববারও ভারত ও পাকিস্তানের সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর একে অপরের অবস্থান লক্ষ্য করে গোলা বর্ষণ করেছে।
রোববার ভারতীয় গোলায় এক পাকিস্তানি বেসামরিক লোক আহত হন। এর আগে শনিবার পাকিস্তানি গোলায় একই পরিবারের দুই জন নিহত হওয়ার দাবি করে ভারত। তবে পাকিস্তানও তাদের দুই বেসামরিক লোক নিহত হওয়ার দাবি করেছে।
স্বাধীন কাশ্মীরের জন্য ১৯৮৯ সাল থেকে ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বেশ কয়েকটি বিদ্রোহী সংগঠন। লড়াইয়ে এ পর্যন্ত ৮০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা পৃথিবীর সবচেয়ে ঘন সামরিক জোন হিসেবে পরিচিত। বিচ্ছিন্নতাবাদীদের দমনে কাশ্মীরে প্রায় দশলাখ সেনা মোতায়েন করে রেখেছে ভারত।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪