ঢাকা: পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন অস্কার জয়ী ব্রিটিশ অভিনেতা ও পরিচালক রিচার্ড অ্যাটেনবরো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
রোববার দুপুরে (স্থানীয় সময়) তিনি মারা যান।
জানা যায়, তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
দীর্ঘ ৬ দশক ধরে তিনি অভিনয় ও পরিচালনার সঙ্গে যুক্ত। তবে তিনি মূলত খ্যাতি অর্জন করেন পরিচালক ও প্রযোজক হিসেবে। ১৯৮২ সালে ‘গান্ধী’ চলচ্চিত্রর মাধ্যমে। এ চলচ্চিত্রটি তাকে অস্কার এনে দেয়।
রিচার্ড অ্যাটেনবরোর জন্ম ১৯২৩ সালে। মাত্র ১২ বছর বয়সে ‘দা মাউসট্র্যাপ’ নাটকের মধ্য দিয়ে তার অভিনয় সূত্রপাত।
এর ঠিক ৬ বছর পর তিনি শুরু করেন পেশাগতভাবে নাট্যজীবন। এরপর ১৯৪২ সালের শুরুর দিকে ‘ইন হুইচ উই সার্ভ’ সিনেমায় মধ্য দিয়ে রূপালী জগতে প্রবেশ করেন রিচার্ড।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪