ঢাকা: সিরিয়ায় একটি বিমানঘাটি দখল করে নিয়েছে সেখানে যুদ্ধরত দ্যা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) বাহিনী।
রোববার রাতে (স্থানীয় সময়) আইএসআইএস ওই ঘাটি দখলে নেয়।
জানা যায়, রাখবা প্রদেশের তাবকা বিমান ঘাটিটি বাশার আল আসাদ সরকারের সর্বশেষ শক্তিশালী দুর্গ ছিল।
সিরিয়ার একটি টেলিভিশন জানায়, সরকারি বাহিনীর সব সদস্যদের ওই ঘাটি থেকে প্রত্যাহার করা হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, গত তিন বছরে সরকারি বাহিনী ও যুদ্ধরতদের মধ্যে সংঘর্ষে সিরিয়ায় বহু বেসমরিক মানুষও প্রাণ হারিয়েছে। যা বন্ধ হওয়া দরকার।
আইএসআইএস সম্প্রতি সিরিয়ার পূর্বাঞ্চল ও ইরাকের উত্তরাঞ্চলে ব্যাপক আধিপত্য বিস্তার করেছে।
মার্কিন যুক্তরাস্ট্র ইরাকে আইএসআইএস বাহিনীর ওপর সীমিত আকারে বিমান হামলা করলেও সিরিয়ায় এখনও হস্তক্ষেপ করেনি।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪