দুর্ঘটনারোধে গাড়ি চালানোর সময় সেলফি নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’র পুলিশ। পুলিশ জানায়, বাড়িতে একা বসে সেলফি তুললে কেউ ক্ষতিগ্রস্থ হয় না।
রোববার নিরাপদ গাড়ি চালানো বিষয়ক এক ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে শারজাহ পুলিশ এসব কথা জানায়।
শারজাহ পুলিশ ট্রাফিক বিভাগের কমিউনিকেশন ডিরেক্টর মে. আবদুল রহমান খাতর বলেন, পরিসংখ্যানে দেখা গেছে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা। প্রতিবছর ঘটে যাওয়া এমন শত শত দুর্ঘটনা ও মৃত্যু ইচ্ছা করলেই প্রতিরোধ করা সম্ভব।
পুলিশের পরামর্শ, নিরাপদ গন্তব্যে পৌছানোর আগ পর্ন্ত ক্যামেরা নিচে রাখুন। গাড়ি চালানোর সময় সেলফি তুলবেন না। কারণ আপনার ধারণকৃত ছবি বা ভিডিও’ই সামান্য ভুলের কারণে শেষ স্মৃতি হয়ে থাকতে পারে।
পুলিশ সতর্ক করে দিয়ে বলেন, যারা গাড়িতে মোবাইল ফোন ব্যবহার করেন তাদের চিহ্ণিত করতে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪