ঢাকা: ইবোলা ভাইরাসে আক্রান্ত পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া থেকে ১১২ জন ভারতীয় নাগরিক দেশে ফিরছেন। এ জন্য মুম্বাই ও দিল্লি বিমানবন্দরে ব্যাপক সর্তকতা গ্রহণ করা হয়েছে।
বিভিন্ন ফ্লাইটের মাধ্যমে তারা দেশে ফিরবেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
মঙ্গলবার সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর পরীক্ষা করে সন্দেহ হলে তিন যাত্রীকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে সোমবার দিনগত মধ্যরাতের পর সাউথ আফ্রিকান এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে বেশ কয়েকজন ভারতীয় মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে (এমআইএএল) নামেন।
এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অবতরণের পর সবাইকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরবর্তীতে যারা আসবেন তাদেরও পরীক্ষা করা হবে। সন্দেহভাজনদের সরাসরি হাসপাতালে পাঠানো হবে।
এমআইএএল জানায়, ইথিওপিয়ান এয়ারলাইন, এমিরেটস, ইতিহাদ, কাতার এয়ারওয়েজ, জেট এয়ারওয়েজ এবং সাউথ আফ্রিকান এয়ারওয়েজের প্লেনের মাধ্যমে ভারতীয়রা মুম্বাই ও দিল্লি বিমানবন্দরে অবতরণ করবেন। এসব যাত্রীদের মালামালও আলাদাভাবে আনা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪