ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জ্যাক শিরাকের বিচার শুরু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১১
জ্যাক শিরাকের বিচার শুরু হচ্ছে

প্যারিস: ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের বিরুদ্ধে প্যারিসের মেয়র থাকাকালীন সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগে বিচার শুরু হচ্ছে। খবর বিবিসির।



শিরাকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার সহযোগীদের ১৯৭৭ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টাউল হলে চাকরি করার অর্থ দিয়েছেন। যদিও ওই টাউল হলের কখনো কোনো অস্তিত্ব ছিল না। ৭৮ বছর বয়সী শিরাক সবসময়ই এ অভিযোগ নাকচ করে আসছেন।

শিরাকই হচ্ছেন ফ্রান্সের প্রথম প্রেসিডেন্ট যার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। এর আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্শাল পিতঁ অর্থ জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হন।

ফ্রান্সের আইন অনুযায়ী সাবেক এই প্রেসিডেন্ট আদালতে যেতে বাধ্য নন। তবে অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি যাবেন বলে ধারণা করা হচ্ছে।

তার বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগের একটি প্যারিসের ম্যাজিস্ট্রেট দায়ের করেছেন। তার অভিযোগ, শিরাক ২১ জনকে নিয়োগকে কেন্দ্র করে বিশ্বাস ভেঙেছেন এবং অর্থ আত্মসাৎ করেছেন। একই অভিযোগে আরও নয়জনকে আদালতে হাজির করা হচ্ছে।

এর আগে ধারণা করা হয়েছিল জ্যাক শিরাকের আলঝেইমার রোগ রয়েছে। তবে তার স্ত্রী তার নাকচ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।