ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ-পশ্চিম চীনে ভূমিধস, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
দক্ষিণ-পশ্চিম চীনে ভূমিধস, নিহত ৬ ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ-পশ্চিম চীনের একটি গ্রামে ভূমিধসের ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় নিখোঁজ আছেন আরো অন্তত ২১ জন।



চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বুধবার শেষ রাতে গুইজহো প্রদেশের ইংপিং গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৭০টি বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে দ্রুততার সঙ্গে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

দক্ষিণ-পশ্চিম চীনে এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রকৃতিক দুর্যোগের ঘটনা ঘটলো।

এর আগে এ মাসের গোড়ায় ইউনান প্রদেশের ভূমিকম্পের ধসের ঘটনা ঘটে। সেখানে প্রায় ৬১৫ জন মারা যান।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।