ঢাকা: পশ্চিম-পূর্ব ইউক্রেনে হামলার দায়ে নতুন করে চাপের মুখে পড়েছে রাশিয়া। এবার জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এ হামলার বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন।
এঙ্গেলা মার্কেলের মুখপাত্র জানায়, এক ফোন কলের মাধ্যমে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হামলার ব্যাখ্যা চেয়ে ইউক্রেন থেকে রাশিয়ার সকল বাহিনী প্রত্যাহারের আহবান জানিয়েছে।
মুখপাত্র জানায়, মার্কেল রাশিয়ার সীমান্ত এলাকাসমূহে হামলার সম্ভাবনা কমিয়ে আনার বিষয়ে রাশিয়ার হস্তক্ষেপকে অধিক গুরুত্ব দিচ্ছে।
ক্রেমলিন এঙ্গেলা মার্কেলের ফোন কলের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছুই প্রকাশ করেনি।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা যায় ইউক্রেন দাবি করেছে রাশিয়ান বাহিনী দেশটির সীমানা অতিক্রম করে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের আক্রমনে সহায়তা করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা আগেই সন্দেহ করেছিলেন ইউক্রেনে রাশিয়ার নির্দেশিত পাল্টা হামলা প্রক্রিয়াধীন।
তবে রাশিয়া এসব অভিযোগ নাকচ করে দিয়েছে বলেছে দেশটি ইউক্রেনের বিদ্রোহীদের কোন প্রকার সামরিক হামলায় সহায়তা করছে না।
এর আগে বুধবার ইউক্রেনের পোর্ট অব নভোয়াজোবস্কের মেয়র জানিয়েছিলেন বিদ্রোহীদের ট্যাংক ও সাঁজোয়া যান শহরে প্রবেশ করেছে।
ইউক্রেনের বিদ্রোহীরা গত কয়েক সপ্তাহ ধরেই দামেষ্কের উত্তররাঞ্চল থেকে পালানের চেষ্টা করছে সেখানে সরকারী বাহিনী তাদেরকে ঘিরে রেখেছে।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘন্টা, আগস্ট ২৮, ২০১৪