ঢাকা: তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোগান। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেন।
তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এরদোগানের শপথ অনুষ্ঠান রাজধানী আঙ্কারার পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত হয়।
তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি প্রেসিডেন্টের এ শপথ অনুষ্ঠান বর্জন করার ঘোষণা দিয়েছে।
রিপাবলিকান পিপলস পার্টি ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে প্রেসিডেন্ট এরদোগান সময়মত প্রধানমন্ত্রীর পদ না ছেড়ে সাংবিধানিক অপরাধ করেছেন।
দেশটির সংবিধান অনুসারে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর তার দল একে পার্টির সঙ্গে তার সম্পর্ক শেষ করতে হবে।
বাংলাদেশ সময়: ২২০৩, আগস্ট ২৮, ২০১৪