ঢাকা: চলতি বছর মালয়েশিয়ান এয়ারলাইন্সের বড় দু’টি দুর্ঘটনার পর সে বিপর্যয় কাটিয়ে উঠতে এবার কর্মী ছাটাই করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
শীঘ্রই তারা ৬ হাজার কর্মীকে ছাটাই করে দিচ্ছে।
এমনই খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
মালয়েশিয়ান এয়ারলাইন্সে প্রায় ২০ হাজার কর্মী কাজ করছেন। এদের মধ্যে ৩০ শতাংশ অর্থাৎ প্রায় ৬ হাজার কর্মীকে ছাটাই করতে চলেছে তারা।
এছাড়া প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ সরকারি আওতায় এনে একজন নতুন প্রধান নির্বাহীও নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে প্রথমে ২৩৯ জন যাত্রী নিয়ে বেজিং থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ৩৭০ উড়োজাহাজটি সমুদ্রে নিখোঁজ হয়। এরপর সে উড়োজাহাজটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এরপর চলতি বছরের ১৭ জুলাই পূর্ব ইউক্রেন ও রাশিয়ার সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় ২৯৮ জন আরোহীসহ মালয়েশিয়ান এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট এমএইচ-১৭।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪