ঢাকা: অনেকের অনুমনাই সত্য হলো। পাকিস্তানের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে হস্তক্ষেপ করেছে ‘শক্তিশালী’ সেনাবাহিনী।
গতকাল রাতভর ইমরান খান ও তাহির-উল-কাদরি সেনাবাহিনী প্রধান জেনারেল রাহিল শরিফের সঙ্গে রাওয়ালপিন্ডিতে বৈঠক করে। বৈঠকে সেনাবাহিনীর তৈরি একটি সমঝোতা চুক্তি মেনে নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে এই দুই নেতার পক্ষ থেকে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খানও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে দুই সপ্তাহ ধরে পাকিস্তান পিটিআই নেতা ইমরান খান ও পিএটি নেতা তাহির-উলি-কাদরির নেতৃত্বে আন্দোলন সরকার বিরোধী আন্দোলন হচ্ছে।
অন্যদিকে সরকারের প্রতিনিধিরা বিক্ষোভকারী নেতাদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে। তারাও মধ্যস্থতাকারী সেনাবাহিনীর চুক্তিতে স্বাক্ষর করবেন বলে ধারনা করা হচ্ছে।
বৈঠক শেষে জেনারেল শরিফ বলেন, সঙ্কটে দূর করতে সেনাবাহিনীর নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করছে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪