ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে কম বয়সী নানী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১১
বিশ্বের সবচেয়ে কম বয়সী নানী

লন্ডন: কল্পনা নয়, সত্যি সতিই এমন ঘটনা ঘটেছে ইউরোপের দেশ রোমানিয়ায়। মাত্র ২৩ বছর বয়সে এক নারী নানি হয়েছেন।

বিভিন্ন গণমাধ্যমে তাকেই সবচেয়ে কম বয়সী নানি বলে দাবি করা হচ্ছে। ব্রিটেনের দৈনিক দ্য সান সোমবার এ খবর প্রকাশ করেছে।

রিফকা স্ট্যানেসু নামে ওই নারী মাত্র ১২ বছর বয়সেই প্রথম সন্তান মারিয়াকে জন্ম দেন। মেয়ে মারিয়া আবার তার প্রথম সন্তান আইয়োনের জন্ম দেয় মাত্র ১১ বছর বয়সে!

রিফকার বিয়ে হয় ১১ বছর বয়সে। তখন তার স্বামী অলঙ্কার দোকানের বিক্রয়কর্মী আইয়োনেল স্ট্যানেসুর বয়স ১৩।   বাবা রোমানিয়ার এক গ্রাম্য লোকের সঙ্গে বিয়ে দেবেন এই ভয়ে রিফকা পালিয়ে বিয়ে করে। প্রথমে পরিবার তাদের এ বিয়ে মেনে নিতে রাজি হয়নি। কিন্তু যখন তিনি তার ৪০ বছর বয়সী মাকে একটি ফুটফুটে নাতি উপহার দেন তখন সানন্দে তাদের নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, মারিয়াকে জন্ম দেওয়ার ঠিক এক বছরের মাথায় রিফকা ছেলে সন্তান নিকোলের জন্ম দেন। এরপরই এ কিশোরী মা মেয়ে মারিয়াকে পড়াশুনা চালিয়ে যেতে পীড়াপীড়ি করেন। কিন্তু মারিয়া এসবে কর্ণপাত না করে ১০ বছর বয়সেই বিয়ে করে ফেলে।

দুই বছর বয়সী নাতি আইয়োনকে আদর করতে করতে রিফকা বলেন, ‘আমি নানি হতে পেরে খুব খুশি। তবে মারিয়ার কাছে আরও সন্তান আশা করি। ’

এর আগে ব্রিটেনের সবচেয়ে কম বয়সে নাতি-নাতনি দেখেছেন ২৬ বছর বয়সী নাম না জানা আরেক নারী। তার মেয়ে ১৯৯৯ সালে মাত্র ১২ বছর বয়সে সন্তান জন্ম দেয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।