ঢাকা: গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষের জের ধরে গুয়াতেমালার গ্রাম থেকে বহিষ্কৃত হয়েছে এক দল কট্টরপন্থী ইহুদি। ধর্মীয় স্বাধীনতা খুঁজতে কানাডা থেকে গুয়াতেমালা আসার কয়েক মাস পরে এ ঘটনা ঘটল।
শনিবার লেভ তহুর নামে এ ইহুদি সম্প্রদায়কে সান জুয়ান লা লাগুনা গ্রাম থেকে বের করে দেয়ার খবর নিশ্চিত করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। গ্রামটি গুয়াতেমালা শহর থেকে প্রায় ১৫০কি.মি. দূরে অবস্থিত।
নগর কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহে শহরের ‘এল্ডারস কাউন্সিল’র ভোটে তাদেরকে বের করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সেখানকার আদিবাসী ও পর্যটকদের সাথে বাজে আচরণকে কারণ হিসেবে দেখায় তারা।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, আগস্ট ৩০. ২০১৪