ঢাকা: হংকং এর রাজনীতি নিয়ে বিদেশী দেশগুলোকে ‘নাক না গলানোর’ আহ্বান জানিয়েছে চীন। দেশটিতে আসন্ন নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সেটা ঘোষণার প্রাক্কালে এমন সতর্কবাণী দিল চীন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, হংকং এর মাধ্যমে চীনের ভূখণ্ড দখলের পাঁয়তারা মেনে নেওয়া হবে না।
বিবিসি জানায়, বেইজিং পন্থী নেতা বসানোর জন্য ইলেকশনের মাধ্যমে সিলেকশন করতে চাচ্ছে চীন।
তবে ইতোমধ্যে গণতন্ত্রমনা হংকংবাসী নির্বাচন উন্মক্ত না হলে বয়কটের ঘোষণা দিয়েছে। এমনকি তারা রাস্তায় নামারও হুমকি দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪