ঢাকা: ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে বৃটেনের রেসপেক্ট পার্টির সাংসদ সদস্য জর্জ গ্যালোওয়ের ওপর হামলা হয়েছে। লন্ডনের নটিংহিলে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন তিনি।
শুক্রবার রাতে লন্ডনের নটিংহিলে এক ইহুদী তার ওপর হামলা চালালে গুরুতর আহত হন তিনি।
গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ করার কারণে তার উপর এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এমপির মুখপাত্র বলেন, শুক্রবার রাতে লন্ডনের নটিংহিলে জনগণের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলার সময় এ হামলার শিকার হন জর্জ গ্যালোওয়ে। পরে মেট্রোপলিটন পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে চলতি মাসের শুরুর দিকে ইসরায়েল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার পর গ্যালোওয়েকে সাবধান করেছিল পুলিশ।
রেসপেক্ট পার্টির ব্র্যাডফোর্ড পশ্চিমের সংসদ সদস্য গ্যালোওয়ে চলতি মাসের শুরুর দিকে এক বক্তব্যে, ব্র্যাডফোর্ডকে একটি ইসরায়েলমুক্ত অঞ্চল ঘোষণা করে এ অঞ্চলের সকল জনগণকে ইসরায়েলি পণ্য প্রত্যাখ্যান আহ্বান জানান ।
বাংলাদেশ সময় : ২৩০৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪