ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের তামিলনাড়ুতে বাসে আগুন, ৫ পূণ্যার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪
ভারতের তামিলনাড়ুতে বাসে আগুন, ৫ পূণ্যার্থীর মৃত্যু ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের তামিলনাড়ুতে বাসে আগুন ধরে ৫ পূণ্যার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।



রোববার সকালে রাজ্যের রামানাথাপুরাম জেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পশ্চিমবঙ্গের অধিবাসী। ‍

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রামেশ্বরাম মন্দির থেকে কন্যাকুমারি হয়ে ইস্ট কোস্ট রোড দিয়ে যাওয়ার সময় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।

এরমধ্যে ৫জন ঘটনাস্থলেই মারা গেছেন। আর আহত হয়েছেন আরও পূণ্যার্থী। তাদেরকে স্থানীয় রামানাথাপুরাম সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনার সময় পূণ্যার্থীরা ঘুমুচ্ছিলেন। আমরা জানতে পেরেছি, বাসে ৭৮জন পূণ্যার্থী ও ২জন চালক ছিলেন। ঘটনার পরপরই দুই চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।