ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইরান ও ভারতকে কাজ করতে হবে: আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১১
ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইরান ও ভারতকে কাজ করতে হবে: আহমাদিনেজাদ

তেহরান: বর্তমান বিশ্ব মানবিক পরিস্থিতির প্রেক্ষিতে পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করতে ইরান এবং ভারতের যৌথভাবে কাজ করা দরকার। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা শিব শঙ্কর মেননের সঙ্গে তেহরানে এক বৈঠকে সোমবার এ কথা বলেন।



ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে এ কথা জানানো হয়, বর্তমানে বিশ্ব ব্যবস্থার কাঠামাটাকে এ ক্ষেত্রে প্রথম গুরুত্ব দিতে হবে এবং এটা নির্ভর করছে স্বাধীন রাষ্ট্রগুলোর ওপর। স্বাধীন রাষ্ট্রগুলোকে পুরাতন শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সুকৌশলে বর্তমান বৈশ্বিক ব্যবস্থায় প্রবেশ করতে হবে।

ভারত এবং ইরানের সংস্কৃতির ওপর গুরুত্বারোপ করে আহমাদিনেজাদ বলেন, দুই দেশের সংস্কৃতি বর্তমান বৈশ্বিক ব্যবস্থায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। দেশ দুটির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোরও আহবান জানান তিনি।

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশের সম্পর্কের কথা উল্লেখ করে মেনন বলেন, দুই বন্ধু প্রতিম দেশের সহযোগিতার ক্ষেত্র আরও বাড়ানো উচিৎ।

ইরান সৌদি আরবের পর ভারতে দ্বিতীয় তেল সরবরাহকারী দেশ। ভারত ইরান থেকে প্রতি মাসে এক কোটি ২০ লাখ অপরিশোধিত তেল আমদানি করে।

বালাদেশসময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।