ঢাকা: ভারতের সাধারণ মানুষের জন্য নতুন এক ধরনের টয়লেট চালু করেছে সুলভ ইন্টারন্যাশনাল নামে একটি চ্যারিটি সংস্থা।
রোববার উত্তর প্রদেশে ১০৮টি টয়লেট চালুর মাধ্যমে এ নতুন ধরনের টয়লেট চালুর উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
ভারতের উত্তর প্রদেশের বেশির ভাগ বাড়িতেই নিজস্ব কোনো টয়লেট নেই। সে কারণে নারীদেরও মলমূত্র ত্যাগের জন্য মাঠে যাওয়া লাগতো।
গত মে মাসে উত্তর প্রদেশের কাট্রা সাহাদতগঞ্জে দুই কিশোরী মলমূত্র ত্যাগের জন্য মাঠে যাওয়ার সময় হত্যা করে তাদের গাছে ঝুলিয়ে রাখা হয়। এরপরই বিষয়টি সবার নজরে আসে।
ভারতে ১.২ বিলিয়ন মানুষের বাসাবাড়িতে টয়লেট নেই।
রোববার নতুন ধরনের টয়লেট স্থাপনের পর চ্যারিটি সংস্থা সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠক সংবাদমাধ্যমকে জানান, তারা সস্তা ও উজ্জ্বল রঙের টয়লেট স্থাপন করেছেন, যা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবেন। এখন থেকে তাদের আর মাঠে গিয়ে মলমূত্র ত্যাগ করতে হবে না।
তিনি বলেন, আমরা অদূর ভবিষ্যতে ভারতের প্রতিটি বাড়িতে এই ধরনের টয়লেট স্থাপন করতে সক্ষম হবো।
মে মাসে উত্তর প্রদেশে দুই কিশোরীকে হত্যার উদ্দেশ্য জানা যায়নি। গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ভাষণেও সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয় তুলে ধরে আক্ষেপ করেন।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪