ঢাকা: চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাতে ইউক্রেনের জন্য অস্ত্র সহায়তা চেয়েছে একাধিক মার্কিন সিনেটর। ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপকে এসব সিনেটররা রাশিয়ান আক্রমণ হিসেবে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন কিমিটির প্রধান রবার্ট মেনেন্দেজ বলেন, ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চরম মূল্য দিতে হবে।
সিনেটর জন ম্যাককেইন বলেছেন, এটা কোনো আকষ্মিক আক্রমণ না, এটা অধিক্রমণ বা বার্হিরাক্রমণ।
এর আগে পূর্ব ইউক্রেনের ভবিষ্যত নির্ধারণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার আহবান জানিয়েছিলেন।
এই প্রথমবারের মতো তিনি এ অঞ্চলে পৃথক রাষ্ট্রের কথা বিবেচনা করতে বলেছেন।
সোমবার বেলারুশের মিনস্কে ইউক্রেনের সাথে রাশিয়ার একটি মিটিং হওয়ার কথা রয়েছে। যেখানে ইউক্রেনের প্রতিনিধি, রাশিয়া এবং বিভিন্ন নিরাপত্তা ও সহযোগীতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তবে পূর্ব ইউক্রেনের বিদ্রোহী রাশিয়াপন্থীরা সেখানে উপস্থিত থাকবেন কি-না সেটা স্পষ্ট করা হয়নি।
গত সপ্তাহে প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যেকার আলোচনা কোনো সুফল আসেনি।
এর আগে রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে পুতিন বলেন, পূর্ব-পশ্চিম ইউক্রেনের মানুষের জীবনের নিরাপত্তা ও আইনের বাস্তবায়ন করতে সামাজিক রাজনৈতিক সংগঠন ও পৃথক রাষ্ট্রর প্রয়োজন। আর এ জন্য যত দ্রুত সম্ভব স্বতন্ত্র্য আলোচনায় বসা জরুরী।
এর আগে রাশিয়া ইউক্রেনে বসবাসরত রুশ ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য বিকেন্দ্রীকরণ ফেডারেল সিস্টেমের অধীনে বৃহত্তর স্বার্থের কথা বলেছিলেন তিনি। এবার আলাদা রাষ্ট্রের কথা বললেন পুতিন।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪