ঢাকা: হংকংয়ে নতুন ভোট পদ্ধতি নিয়ে বেইজিং কর্তৃপক্ষের দেওয়া বক্তব্য প্রত্যাখান করে বিক্ষোভ করেছে গণতন্ত্রপন্থীরা।
বিক্ষোভকারীরা বেইজিং কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং ‘হংকংকে সরাসরি নেতা নির্বাচনের সম্মতি দেওয়ার বেইজিং তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে’ লেখা প্লাকার্ড প্রদর্শন করেছে।
গত রোববার চীনা সরকার আগামী ২০১৭ সালের জন্য চিফ এক্সিকিউটিভ ইলেকশন পদে উন্মুক্ত মনোনয়ন প্রার্থী দেওয়ার নিয়ম জারি করে। এরপরই গণতন্ত্রপন্থী কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে।
বিক্ষোভকারীদের দাবি, চীনা সরকার দেশটির প্রধান অর্থনৈতিক এলাকা হংকং দখলের উদ্দেশ্যে এ ধরনের কিছু সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু হংকংয়ের পরবর্তী নেতা কে হবে তা তাদেরই চূড়ান্ত করা উচিত।
ইতিমধ্যে বিষয়টি নিয়ে হংকংয়ে কয়েকটি বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং এ উদ্যোগের বিরুদ্ধে দীর্ঘ র্যালী করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪