ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদি-অ্যাবে বৈঠক সোমবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৪
মোদি-অ্যাবে বৈঠক সোমবার নরেন্দ্র মোদী ও শিনজো অ্যাবে

ঢাকা: অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও নিরাপত্তা ইস্যুতে বৈঠকে বসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

সোমবার জাপানে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।



গত মে মাসে লোকসভার নির্বাচনে বড় বিজয়ের পর এটিই মোদির গুরুত্বপূর্ণ বিদেশ সফর।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বের এ দুই শীর্ষ নেতা সম্ভবত পারমাণবিক চুক্তি ও বৈশ্বিক উষ্ণতা হ্রাসে চুক্তির করার বিষয়ে আলোচনা করতে পারেন।

সমগ্র এশিয়ায় যখন চীনের আধিপত্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে তখন মোদির এ সফরকে ভারত ও জাপানের মত গণতান্ত্রিক দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

ইতিমধ্যে মোদি শনিবার জাপান পৌঁছে রাজকীয় শহর কিয়োটো পরিদর্শন করেছেন।

জাপান সফরের প্রাক্কালে মোদি গণমাধ্যমের কাছে বলেছিলেন, আমি আত্মবিশ্বাসী যে আমার এ সফর এশিয়ার পুরনো দুই গণতান্ত্রিক দেশে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং এতে আমাদের কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বও বাড়বে।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এ বৈঠকে অ্যাবে মোদিকে আগামী পাঁচ বছরে ভারতে চীনের সরাসরি বৈদেশিক বিনিয়োগ দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিবেন।

বাংলাদেশ সময়: ১২১১, সেপ্টেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।