ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে নারী দিবসের মিছিলে অনার কিলিং বন্ধের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মার্চ ৮, ২০১১
তুরস্কে নারী দিবসের মিছিলে অনার কিলিং বন্ধের আহ্বান

আঙ্কারা: অনার কিলিং ও নারীর বিরুদ্ধে সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক নারী দিবসে তুরস্কের হাজার হাজার নারী রাস্তায় মিছিল বের করে। খবর এএফপির।



পারিবারিক মর্যাদা রক্ষা করার জন্য পরিবারের নারী সদস্যকে হত্যা (অনার কিলিং) করা হয়। তুরস্কের বিভিন্ন নারীবাদী সংগঠন এর বিরুদ্ধে রাস্তায় নেমে আসে।

প্রায় দুই হাজার নারী আঙ্কারা শহরের মিছিলে অংশ নেন। তারা স্লোগান দেন: ‘নারী হত্যা বন্ধ কর’ এবং বিয়ের পোশাককে কাফনে রূপান্তর কর না। ’

ইস্তান্বুলের মধ্যস্থল তাকসিম স্কয়ারে একই দাবিতে শত শত নারী মিছিল বের করে। গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, দেশজুড়ে আরও মিছিল বের হয়।

২০০৫ সালে কার্যকর হওয়া তুরস্কের আইন অনুযায়ী, এ ধরনের অপরাধের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। এমনকি যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।

সম্প্রতি সরকার ও নারী সংগঠনগুলো অনার কিলিং নির্মূল করতে জোরদার পদক্ষেপ হাতে নিয়েছে। পরিবারের একজন পুরুষের হাতে একজন নারী সদস্য হত্যা করা হয় ওই নারী ধর্ষণের শিকার হলে বা ছেলেবন্ধুর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গেলে অথবা আয়োজিত বিয়ে থেকে পালিয়ে গেলে।

তুরস্কে কুসংস্কার এমন চূড়ান্ত পৌঁছেছে যে বিদেশি সঙ্গে বা রেডিওতে গান শোনার অনুরোধ করলেও নারীকে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।