ঢাকা: সরকার বিরোধী আন্দোলনকারীরা ইসলামাবাদে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাসভবন সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ঘেরাও করে রাখার প্রেক্ষিতে সোমবার টান টান উত্তেজনা বিরাজ করছে পাকিস্তানে।
এর আগে সোমবার সকালে রাজধানী ইসলামাবাদে পিটিভি কার্যালয় অবরোধ করে এর ভেতরে ঢুকে পড়ে শত শত বিক্ষোভকারী।
তবে কিছুক্ষণের মধ্যেই সরকার বিরোধীদের হটিয়ে দিয়ে পিটিভি ভবনের নিয়ন্ত্রণ গ্রহণ করে সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যরা। পরে দুপুরের পর থেকে ফের সম্প্রচার শুরু করে পিটিভি।
পাকিস্তানে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে সরকার বিরোধী আন্দোলন। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব ও দেশটির পার্লামেন্টের অন্যতম বিরোধী দল তেহরিক ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান এবং সম্প্রতি স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফিরে আসা ধর্মীয় ব্যক্তিত্ব তাহির উল কাদির।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪