ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৪
মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক

ঢাকা: গুপ্তচরবৃত্তির ব্যাখ্যা চেয়ে তুরস্কে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

তুরস্কের উপ প্রধানমন্ত্রী বুলেন্ত এরিক গণমাধ্যমের কাছে বলেছেন, তুরস্কে নিয়োজিত মার্কিন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’কে তলব করা হয়েছে যেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুপ্তচরবৃত্তির বিষয়ে ব্যাখ্যা দেন।



সম্প্রতি জার্মান সাপ্তাহিক ‘দার স্পেইগেল’ এক প্রদিবেদনে জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ২০০৬ সাল থেকে ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ দেশ তুরস্কের শীর্ষ নেতৃবৃন্দের ওপর নজরদারি করছে।

সাপ্তাহিক পত্রিকাটির দাবি, তাদের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক কর্মকর্তা এ্যাডওয়ার্ড স্নোডেনের দেয়া গোপন তথ্যের উপর ভিত্তি করে। স্নোডেন বর্তমানে রাশিয়ার আশ্রয়ে আছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।